পরিবেশ

বিশ্বের দ্রুতগামী পাখির হদিস বর্ধমানে, যুবকের তৎপরতায় জখম পাখিটিকে উদ্ধার করল বনদপ্তর

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আহত একটি বাচ্চা পেরেগ্রীন ফ্যালকন ( peregrine falcon) পাখি কে উদ্ধার করে বর্ধমান বন দপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক। বাঁকুড়ার কতোলপুর এর বাসিন্দা অনিরুদ্ধ মুখার্জি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বর্ধমান শহরের ভাতছালা পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বৃহস্পতিবার বেলা ১২ নাগাদ অনিরুদ্ধ বাড়ি ফিরে দেখেন বাড়ির বাগানে একটি ইগলের মতো দেখতে পাখি আহত অবস্থায় পড়ে আছে। কোন কারণে পাখিটি উড়তেও পারছে না। এইভাবে পড়ে থাকলে কুকুর, বিড়ালে ক্ষতি করতে পারে ভেবে পাখিটি কে একটি থলে তে ভরে সোজা চলে আসেন কার্জন গেটের কাছে পশু হাসপাতালে।

অনিরুদ্ধ জানিয়েছে, সম্ভবত রাতের দিকে কাক বা অন্য কোন পাখি পাখিটিকে জখম করে থাকতে পারে। ডানায় চোট থাকায় সম্ভবত উড়তে পারছিল না। এরপর পাখিটিকে একটি চটের ব্যাগে পুড়ে তিনি সোজা কার্জন গেটের কাছে পশু হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে জানান। এরপর বন দপ্তর কে খবর দেওয়া হলে উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বন দপ্তর সুত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাখিটি পেরেগ্রীন ফ্যালকন ( peregrine falcon) প্রজাতির। এই অঞ্চলে এই প্রজাতির পাখি সচারাচর দেখা যায় না। তবে বিশ্বের যে কটি ক্ষিপ্র ও দ্রুত গতির প্রাণীর রেকর্ড করা হয়েছে তাদের মধ্যে পেরেগ্রীন ফ্যালকন ( peregrine falcon) অন্যতম। এরা ঘণ্টায় ৩২০কিমি থেকে ৩৯০কিমি বেগে উড়তে পারে। অনেক উঁচু থেকে ক্ষিপ্রতার সঙ্গে মাঝ আকাশেই অন্য পাখিদের শিকার করতে সক্ষম এরা। তবে কিভাবে এই এলাকায় পাখিটি এসেছে সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। জানা গেছে, পাখিটির বয়স আনুমানিক ৪ মাস। আপাতত পাখিটিকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। ডানায় চোট রয়েছে। চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলে পরবর্তীতে ফের এই পাখিটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত বনাধিকারিক সোমনাথ চৌধুরী।