ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: আবারো চুরি মন্দিরে। খন্ডঘোষ থানার অন্তর্গত সগড়াই গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুর গ্রামে। চিন্তামণিপুর গ্রামে রায় পরিবারের গোপীনাথ মন্দিরে চুরি হয় বুধবার রাত্রে। গত মঙ্গলবার খন্ডঘোষের অন্তর্গত ইন্দুটি গ্রামেও কালীমন্দিরে চুরি হয়। পরপর দুটি গ্রামে চুরি হওয়ায় আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়।
চিন্তামণিপুরের রায় বাড়ির রাধাগোপীনাথ মন্দিরের পুরোহিত সুচিত্র নাথ রায় বলেন, ‘বৃহস্পতিবার ভোরবেলায় ঠাকুরের ভোগ নিবেদন করতে এসে দেখতে পাই মন্দিরের তালা খোলা। তারপরই মন্দিরের ভিতরে ঢুকে দেখি গোপীনাথ অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানীর শরীরে যে সমস্ত সোনা এবং রুপার গহনা ছিল তা নেই। গোপীনাথের হাতে যে রুপোর বাঁশি ছিল সেটাও নেই। বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গহনা এবং আনুষঙ্গিক জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এমনকি রাধারাণীর বাহু তে থাকা ইমিটেশনের গহনা কে সোনা ভেবে চোরে টানাটানি করতে গিয়ে দেহের গঙ্গা মাটি তুলে দিয়েছে। এরপরই খন্ডঘোষ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে দেখে। চুরির বিষয়ে তদন্ত করে রায় পরিবারকে সহযোগিতা করবেন বলেও পুলিশ জানিয়েছে।’ তিনি আরো বলেন, ‘আনুমানিক সাড়ে চারশো বছর আগে থেকে পূর্বপুরুষদের আমলের এই রাধা গোপিনাথের মন্দির। আজ পর্যন্ত কোন চুরি হয়নি মন্দিরে। গ্রামের দু একজন অবশ্যই জড়িত আছেন বলে মনে করছি এই চুরির ঘটনায়। পুলিশ তদন্ত করে দেখুক এবং উপযুক্ত শাস্তি দিক চোরেদের। রায় পরিবারের পক্ষ থেকে চুরির বিষয়ে খন্ডঘোষ থানায় ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে।’