ক্রাইম

ভাতারের বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় দেহ উদ্ধারের তিনঘন্টার মধ্যেই গ্রেপ্তার আত্মীয় তিন অভিযুক্ত

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: মঙ্গলবার সকালে নিজের বন্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় রবীন্দ্রপল্লী এলাকায়। বৃদ্ধ দম্পতি খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভাতার থানার পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করলো। পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি লোভেই তাদের খুন করা হয়েছে। ধৃতরা প্রত্যেকে মৃত দম্পতির ঘনিষ্ট আত্মীয় বলেই পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত অভিজিৎ যশের সেজো শালীর মেয়ে মহুয়া সামন্ত ও তার দুই ছেলে এই খুনের ঘটনায় প্রত্যক্ষ ভাবে যুক্ত।

ধৃতরা হলো মহুয়া সামন্ত, অনিকেত সামন্ত ও অরিত্র সামন্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের অপরাধ স্বীকার পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা গেছে, ধৃতদের বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায়। এদিন ভাতারে দম্পতি উদ্ধারের ঘটনার পর ধৃতরা ঘটনাস্থলে যাওয়ার পরই পুলিশ এদের আটক করে। পরে গ্রেপ্তার করা হয়।

দম্পতির দেহ উদ্ধারের ঘটনার পর আত্মীয়দের দাবি ছিল, সম্পত্তির লোভে লুটপাট করে দম্পতিকে খুন করা হয়েছে। এদিন ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক ঘোষ। এরপরই পুলিশ তৎপর হয়ে খুনের ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের ধরতে। তৈরি করা হয় একটি বিশেষ তদন্তকারী টিম। এরপর পুলিশি তৎপরতায় মাত্র তিন ঘন্টার মধ্যেই তিন দুষ্কৃতি কে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসারেরা। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

Recent Posts