কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরের স্বীকৃতি পেল পূর্ব বর্ধমানের তিনটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের তিনটি ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবার কেন্দ্র সরকারের প্রকল্পের অধীনে বিবেচিত হল। পরিস্কার পরিচ্ছনতা, উন্নত স্বাস্থ্য পরিষেবা সহ পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা তৈরীর জন্য কেন্দ্রীয় সরকারের  সুশ্রী কায়াকল্প প্রকল্পে (SUSHREE KAYAKALP) পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতাল প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে বর্ধমান ২ব্লকের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও চতুর্থ হয়েছে ভাতার গ্রামীণ হাসপাতাল। এছাড়াও রাজ্যের আরও বেশ কিছু হাসপাতাল রয়েছে যেগুলি বিভিন্ন ক্ষেত্রে আলাদাভাবে পুরস্কৃত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, হাসপাতালের পরিবেশ কে পরিবেশ বান্ধব করে গড়ে তোলার স্বীকৃতি স্বরূপ মেমারি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র কে আলাদাভাবে পুরস্কৃত করা হয়েছে। যার আর্থিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এছাড়াও হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নতির জন্য আরো ১৫লক্ষ টাকা দেওয়া হবে সুশ্রী কায়াকল্প প্রকল্পে। এরই পাশাপাশি বড়শুল ব্লক প্রাথমিক হাসপাতাল কে ১০ লক্ষ টাকা ও ভাতার গ্রামীণ হাসপাতাল কে এক লক্ষ টাকা দেওয়া হবে।

জেলার তিনটি গ্রামীণ ব্লক স্বাস্থ্য কেন্দ্র কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি পাওয়ায় খুশি জেলা স্বাস্থ্য দপ্তর। মেমারি হাসপাতালের বিএমওএইচ হর্ষ ঘোষ বলেন, ‘ এই স্বীকৃতি আমাদের আরো ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিকের সুপরামর্শ অনুযায়ী কাজ করার জন্যই এই পুরস্কার পেলাম আমরা। উনি আমাদের অনেক সাহায্য করেছেন।’

স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে, সুশ্রী কায়াকল্প প্রকল্পে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলোকে নিজেদের নাম নথিভুক্ত করতে হয়। পরিস্কার পরিচ্ছনতা, রোগীদের বেড, হাসপাতালের বাথরুম সহ উন্নত স্বাস্থ্য পরিষেবা ও পরিবেশ বান্ধব পরিবেশ তৈরিতে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা ও পরিকাঠামো সম্পর্কে রিপোর্ট জেলা স্বাস্থ্য দপ্তরে জমা করতে হয়। জেলা স্বাস্থ্য দপ্তর এই রিপোর্টের ভিত্তিতে পরিদর্শনের পর রাজ্যে একটি রিপোর্ট পাঠায়। রাজ্যের একটি টিম এরপর পরিদর্শন করে একটি রিপোর্ট কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরকে পাঠায়। কেন্দ্র এরপর অনুমোদন দিলে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যেহেতু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাধ্যমেই নির্বাচিত হয় তাই এই টাকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য সরকার কে দিয়ে দেয়।

আরো পড়ুন