রমনাবাগানে ফের নতুন অতিথিদের আগমন, এক ধাক্কায় আকর্ষণ বেড়ে দ্বিগুণ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:  রমনা বাগান জুলোজিক্যাল পার্কে ফের নতুন আকর্ষণ ঘিরে তৈরি হল উন্মাদনা। ১১আগস্ট এই পার্কেই চিতা বাঘের বাচ্চা জন্ম নিয়েছিল। সেই খবরে রীতিমত খুশি ছড়িয়ে পড়েছিল বন বিভাগের কর্মী ও জেলার পশুপ্রেমীদের মধ্যে। আর এবার রমনা বাগানে নিয়ে আসা হল আরো তিন নতুন অতিথিদের। জেলা বন বিভাগীয় মুখ্য আধিকারিক নিশা গোস্বামী বলেন,” বন্যপ্রাণী আদান প্রদান প্রকল্পে কলকাতার আলিপুর জু থেকে তিনটি মিষ্টি জলের কুমির ( Marsh crocodile ) কে আমাদের এই পার্কে নিয়ে আসা হয়েছে শুক্রবার।

বিজ্ঞাপন

এদিনই পার্কের ভিতর মিষ্টি জলের পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে কুমিরগুলিকে। তিনটি কুমির ই মেয়ে কুমির। এর আগে এই পুকুরে দুটি পুরুষ কুমির ছিল। এখন মোট পাঁচটি মিষ্টি জলের কুমির হয়ে গেল আমাদের এই পার্কে। স্বাভাবিকভাবেই পশু পক্ষী দেখতে যারা এই পার্কে আসেন তাদের কাছে এটা বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে। আগামী কিছুদিন এই নতুন কুমির গুলোকে নির্দিষ্ট পর্যবেক্ষণে রাখা হবে। কুমির গুলোর আনুমানিক বয়স ২থেকে আড়াই বছরের মধ্যে। লম্বায় প্রায় সাড়ে চার থেকে পাঁচ ফুট হবে।”

বর্ধমানের পশুপ্রেমী অনেকেই জানিয়েছেন, রমনা বাগানের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। চিতা বাঘের দুটি বাচ্চা জন্ম নেওয়ার পর, কুমিরের সংখ্যা বেড়ে যাওয়ায় এই পার্কের আকর্ষণ আরো বাড়ল। ফলে সামনেই উৎসবের মরসুম এবং শীতকালে এই মিনি জু তে যে কার্যত মানুষের ভিড় উপচে পড়বে তা বলাইবাহুল্য।

আরো পড়ুন