ক্রাইম

অপহরণ করে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি, বর্ধমানে পুলিশের জালে তিন অপহরণকারী, উদ্ধার অপহৃত

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: যুবক কে অপহরণ করে ৭লাখ টাকা মুক্তিপণ দাবি করার পরে সেই টাকা নিতে এসে বর্ধমান থানার পুলিশের জালে হাতেনাতে ধরা পড়ে গেল তিন অপহরণকারী। উদ্ধার হয়েছে রাজু সাঁই(৩৬) নামে অপহৃত ব্যক্তি। ধৃত তিন অভিযুক্তদের নাম শেখ মুলুক চাঁদ(৩৮), বাড়ি দুবরাজদীঘির কেটলিপুকুর এলাকায়। সাবির আলম(৩১), বাড়ি মেহেদিবাগান, মহরমতলা এলাকায় ও জামির শেখ(৩৭), বাড়ি দুবরাজদীঘি এলাকায়। অভিযুক্ত তিনজনকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ ছোটনিলপুর নিবাসী পূজা রজক দাস নামে এক মহিলা বর্ধমান থানায় একটি অভিযোগ জানায়। সেখানে বলা হয়, রাজু সাঁই নামে তার এক বন্ধু তার বাড়ি থেকে বেরোতেই স্থানীয় রাজাবাগান এলাকার শৈলেন নামে একজনের সঙ্গে আরো তিনজন যুবক রাজু কে তুলে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাত একটা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান থানার শোলাপুকুর মসজিদ এলাকায় একটি রেলের পরিত্যক্ত কোয়ার্টার এ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

যদিও অভিযোগে নাম থাকা আরো একজনের পুলিশ সন্ধান পায়নি সেইসময়। একইসাথে অপ্রহৃত রাজু সাঁই কেও ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের দোষ স্বীকার করেছে। যদিও কোনরকম মুক্তিপণ বাবদ টাকার আদান প্রদান হবার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Recent Posts