পশ্চিমবঙ্গ

পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: পৃথক তিনটি পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল রবিবার। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন এদিন মৃত্যু হয়েছে তিনজনের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বীরভূমের পাড়ুই বাজার এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় গাড়ির ধাক্কায় জখম হন সুভাষ দাস (১৯) নামে এক যুবক। তার বাড়ি বোলপুরের গহরা গ্রামে। জখম অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর হাসপাতালে, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, হুগলির গুরাপের বাসিন্দা বিশ্বেশ্বর সরেন(৪০) সাইকেল নিয়ে স্থানীয় বাজারে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জখম হন ওই ব্যক্তি। জখম অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে আসলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

অপর একটি ঘটনায় জামালপুর থেকে বাইক নিয়ে মেমারি আসার সময় মশাগ্রামের কাছে পিক আপ ভ্যানের ধাক্কায় জখম হন এক ব্যক্তি। তার নাম বিশ্বজিৎ দাস(৩৮)। জানা গিয়েছে, তাঁর বাড়ি জামালপুরের চকদীঘিতে। আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার বিকালে তিনি মারা যান।

Advertisement