ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল শনিবার সন্ধ্যায় বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালিয়ে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ২৪টি ২ হাজার টাকার জাল ভারতীয় নোট অর্থাৎ ৪৮হাজার টাকা উদ্ধার করেছে। ধৃত ব্যক্তিদের নাম মহ: রাজু @ রাজুয়া @ বশিরুদ্দিন (৩৭), মহ: আমিন হুসেন @ আমান (২২), মহ: মইনুদ্দিন @ গোবরা (৪৯)। এদের সকলের বাড়ি উত্তর ২৪পরগনার ভাটপাড়া এলাকায়।
অভিযুক্ত তিনজনকেই রবিবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘ভাটপাড়া সহ লাগোয়া এলাকায় এই তিনজনের নামে বেশ কয়েকটি কেসের অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩টি খুনের মামলাও রয়েছে। তবে এরা যে নকল নোটের কারবারেও জড়িত ছিল সে বিষয়ে কোন তথ্য তাদের কাছে আগে ছিলনা। কিভাবে এই নোট এদের কাছে এসেছে তা হেফাজতে নেবার পরেই জানা যাবে।’
ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী বলেন, “জাল নোট চক্রের সঙ্গে আরো কারা জড়িত আছে, কি কারণে দুষ্কৃতীরা উত্তর ২৪পরগনা থেকে বর্ধমানে এই জাল টাকা নিয়ে এসেছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, পূর্ব বর্ধমানের কেউ জাল নোট চক্রের জড়িত আছে কিনা ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে দশ দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানানো হয়। বিচারক আসামিদের ৬দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।”