---Advertisement---

খণ্ডঘোষে মাটির বাড়ি ভেঙে চাপা পরে আহত দুই, মৃত এক মহিলা, তীব্র চাঞ্চল্য এলাকায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: খন্ডঘোষের গোপালবেড়া অঞ্চলের পূর্বচক গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি  মাটির বাড়ি ভেঙে পড়ে তিনজন চাপা পড়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ছেন তারা তিনজনই মহিলা। ঘটনাস্থলে পৌঁছেছে খন্ডঘোষ, রায়না ও সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। জেসিবি মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন গোটা গ্রামের মানুষও।

বিজ্ঞাপন

প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় শেষমেষ তিনজন মহিলা কে উদ্ধার করে দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিক্যালে পাঠানো হলে তাদের মধ্যে জুলেখা বেগম (৩৩) এর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জানা গেছে বাড়ির মালিকের নাম শেখ হবিবর ইসলাম। আহতরা হলেন প্রতিবেশী মধুরানী বেগম ( ৩৮ ) এবং সাবানা বেগম (২৮)। তাঁরা মেডিক্যালে চিৎসাধীন রয়েছেন।

ঘটনার বেশ কিছুক্ষণ পর বর্ধমান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, মাটির দোতলা বাড়িটির মেরামতের কাজ চলছিল। মাটির মেঝে খুঁড়ে দেওয়ালে লোহার রড ঢোকানোর কাজ চলছিল। নিচ থেকে দোতলায় বেশ কিছু সামগ্রী, আসবাব উপরে তুলে দেওয়া হয়েছিল। বাড়ির বড় বৌমা জুলেখা বেগম একটি আলমারি সরাতে যাওয়ার সময়ই আচমকা উপরের দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে আলমারি টির ওপর। এইসময় আরো দুই প্রতিবেশী মহিলা সেখানে ছিলেন। তিনজনই দেওয়াল চাপা পড়ে যায়।

বাড়িটির কিছুটা অংশ পাশেই পুকুরের দিকেও ভেঙে পড়ে। আওয়াজ শুনে দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ কে। এরপরই একটি জেসিবি মেশিন নিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় চাপা পড়া তিনজন মহিলাকেই উদ্ধার করে দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। যদিও আহতদের মধ্যে জুলেখা বেগমের মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে।

See also  নদীর বাঁধেই বালির স্টক! বাঁধের রাস্তা দিয়েই চলছে ভারী বালির গাড়ি, ধ্বসের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---