গলসির পুরসায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধরে জখম তিনজন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল গলসির ১ব্লকের পুরসা এলাকায়। অভিযোগ উঠেছে বিধায়ক ঘনিষ্ট দলের লোকেদের লাঠির আঘাতে মাথা ফেটেছে মীর অঞ্জন নামে এক তৃণমূল কর্মীর। হামলায় জখম হয়েছেন সেখ সাদ্দাম নামে এক গ্রামবাসী সহ এক তৃণমূল কর্মী সেখ হিরা। তারা তিনজনই গলসি ১ নং ব্লকের পুরসা গ্ৰামের বাসিন্দা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ গলসির তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠ পার্থ মন্ডলের গোষ্ঠীর লোকেরা ওই হামলা চালায় বলে অভিযোগ। তবে ঘটনার পরই চম্পট দেয় অভিযুক্তরা।

বিজ্ঞাপন

পঞ্চায়েত গঠনের পরেই এমন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পরই স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে সেখ সাদ্দাম ও মীর অঞ্জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার জেরে গ্রামে চাপা উত্তেজনা তৈরী হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহত সেখ হিরা বলেন, ‘আমি টিভি দেখছিলাম। বাইরে কয়েকজনের সাথে অঞ্জন বসে ছিল। সেই সময় হঠাৎ পার্থ মন্ডলের গোষ্ঠীর লোকেরা লাঠি, রড নিয়ে আমাদের উপর হামলা করে। ঘটনার তদন্ত শুরু করার সাথে সাথে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও হামলার ঘটনায় এখনও কোন অভিযুক্ত ধরা পড়েনি বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

আরো পড়ুন