---Advertisement---

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত গ্রেপ্তার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: জাতীয় সড়কে যানবাহন থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অপরাধে বর্ধমান থানার পুলিশ তিন দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ১৯নং জাতীয় সড়কের গোদা মোড় এলাকার কলকাতা ফ্ল্যাংকের কাছে অভিযান চালানোর সময় ঘটনাস্থল থেকে বাকি আরো সাত আট জন দুষ্কৃতী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ধৃতদের কাছ থেকে একটি দেশী পাইপগান, দু রাউন্ড গুলি, একটি লোহার রড ও দুটি লাঠি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা সবাই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতরা হল শেখ কাজল (৩৬), বাড়ি বাজেপ্রতাপপুর মালিরবাগান। শুভম প্রসাদ গুপ্ত ওরফে বাবু (২৪), বাড়ি ধোকরা সহিদ ও রাজু ঘোষ (৩১), বাড়ি ৫নং ইছলাবাদ, ঘোষপাড়া।

শুক্রবার ধৃতদের বর্ধমান আদলতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। বিচারক অপরাধীদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

See also  বর্ধমানে লকডাউন ভেঙে মদ বিক্রির অভিযোগে দোকানের মালিক সহ দুজনের জেল হেফাজত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---