ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারন ম্যাচে আজ ভারত মুখোমুখি হচ্ছে কুয়েতের, বিদায় নেবেন ভারতীয় অধিনায়ক সুনিল ছেত্রী

Souris  Dey

Souris Dey

এম কৃষ্ণা, কলকাতা: আবেগে ভাসছে শহর কলকাতা ৷ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর যোগ্যতা নির্ধারন ম্যাচে আজ বৃহস্পতিবার ভারত খেলতে নামছে কুয়েত এর বিরুদ্ধে ৷ প্রস্তুত কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম ৷ সম্প্রতি কুয়েত কে তাদের দেশের মাটিতে হারানোর পর কিছুটা আত্মবিশ্বাসী ভারতীয় ফুটবলাররা ৷ তবে এই ম্যাচে খেলেই নিজের ফুটবল জীবন থেকে বিদায় নেবেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সুনিল ছেত্রী ৷ স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে ভারতীয় ফুটবল সমর্থকরা ৷

বিজ্ঞাপন

যুবভারতী স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের মাঝে খেলবে ভারত ও কুয়েত ৷ ফিফা বিশ্বকাপ ২০২৬ এর এই যোগ্যাতা নির্ধারন ম্যাচের গ্রুপ থেকে দুটি দল এএফসি কাপ – ২০২৭ এর জন্য যোগ্যতা অর্জন করবে ৷ সব দিক থেকে এই ম্যাচ একটা বড়ো চ্যালেঞ্জ দুই দলের কাছে ৷ তবে বিদায়ী ম্যাচে কিছুটা হলেও আবেগপ্রবন  ভারতীয় অধিনায়ক সুনিল ছেত্রী ৷ উল্লেখ্য বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবং ঞিশ্চিয়ানো রোনাল্দোর পর আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় সুনিল ছেত্রী আছেন তৃতীয় স্থানে ৷

সুনিল ছেত্রী ২০১১ সালে ভারত সরকারের থেকে পেয়েছেন অর্জুন পুরস্কার ৷ ২০১৯ এ পেয়েছেন  পদ্মশ্রী পুরস্কার সহ অসংখ্য সম্মান৷ ফুটবলার হিসাবে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন AFC চ্যালেঞ্জ কাপ, সাফ কাপ, নেহেরু কাপ, ইন্টার কন্টিনেন্টাল কাপ সহ অনেক আন্তর্জাতিক ম্যাচ ৷ স্বাভাবিক ভাবেই কুয়েতের বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ন এই ম্যাচে কলকাতার দর্শকরা যে স্টেডিয়াম কানায় কানায় ভরিয়ে তুলবেন সেটা বলাইবাহুল্য ৷

ফিফার বর্তমান তালিকায় ভারতের স্থান ১২১ এবং কুয়েত এর স্থান ১৩৯ ৷ সুনিল ২০১০ এ ভারতের বাইরে আমেরিকার মেজর সকার লিগ কানসাস সিটি উইর্জাডের হয়ে খেলেছেন ৷ কলকাতার মোহনবাগানেও দীর্ঘদিন খেলেছেন ৷ ভারতীয় ফুটবলে বর্ষ সেরা হয়েছেন ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে। সুনিল ছেত্রী মানেই ভারতীয় ফুটবলের আইকন ৷ এমন এক ফুটবলার মাত্র ৩৯ বছর বয়সে নিজের ফুটবল জীবন থেকে বিদায় নেবন কুয়েত এর সঙ্গে ম্যাচ খেলার পর ৷ আবেগে ভাসছেন কলকাতা সহ ভারতীয় ফুটবল সমর্থকেরা

আরো পড়ুন