আজ শুধু হ্যাপি নিউ ইয়ারই নয়, আজ কল্পতরু দিবস

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল প্রতিবেদন: আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। এই দিনেই পালিত হল কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংস দেবের লীলা মাহাত্ম্যের সঙ্গে জড়িয়ে আছে এই দিনটি। ১৮৮৬ সালের ১লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে তার ভক্ত অনুরাগীরা এক অভূতপূর্ব আশীর্বাদ পেয়েছিলেন। আর সেই দিন সকল ভক্তদের সম্মুখে রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই আজকের এইদিনটি কল্পতরু দিবস রূপে পরিচিত। সেই থেকে রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীদের কাছে এই দিনটি ঠাকুরের একটি বিশেষ উৎসব হিসেবে মহাসমারোহে পালিত হয়। কিন্তু কী ঘটেছিলো ১৮৮৬ সালের পয়লা জানুয়ারির এই দিনে?

বিজ্ঞাপন

সেইসময় রামকৃষ্ণ পরমহংস দেব দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হওয়ার দরুন তার ভক্ত অনুরাগীরা তাকে উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন। পয়লা জানুয়ারির দিন একটু সুস্থ বোধ করায় ঠাকুর বাগানে হাঁটতে বেরিয়ে ছিলেন। আরো অনেক ভক্ত অনুরাগী ছিলো তার সঙ্গে। তবে সবাই তাঁর গৃহস্থ ভক্ত। ওই দিন তাঁর সকল সন্ন্যাসী ভক্তরা অনুপস্থিত ছিলেন। কথিত আছে সেই সময় রামকৃষ্ণ পরমহংস দেব হঠাৎ করে গিরিশচন্দ্র ঘোষকে জিঞ্জেস করেন, “তোমার কি মনে হয়, আমি কে?”

গিরিশচন্দ্র ঘোষ তখন বলেন যে, তাঁর বিশ্বাস যে রামকৃষ্ণ পরমহংস দেব ‘মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।’এর উত্তরে রামকৃষ্ণ পরমহংসদেব অন্যবারের মতো নিজেকে আত্মগোপন না করে বলেন, “আমি আর কী বলবো! আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।” এরপর সমাধিস্থ হয়ে যান ঠাকুর। তখন প্রত্যেক ভক্ত কে তিনি স্পর্শ করেন। এই দিন তাঁর মহৎ স্পর্শে সকল ভক্তরা যেন নতুন জীবন পেয়ে ছিলেন, তাদের মধ্যে এক অদ্ভুত অভূতপূর্ব আধ্যাত্মিক অনুভূতির উন্মেষ ঘটে ছিলো। এই অনুভূতি ছিলো তাদের কথায় বিরল, কারণ তাঁদের ইষ্ট এইদিন কল্পতরু রূপে আবির্ভূত হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পাশাপাশি নিজের দিব্য স্পর্শে অভিভূত করেছিলেন তাঁর ভক্তদের। তাই এইদিনটি কল্পতরু দিবস রূপে পরিচিত।

রামকৃষ্ণ পরমহংসের অন্যতম গৃহী শিষ্য রামচন্দ্র দত্ত এই দিনটির ব্যাখ্যা করে বলেছিলেন, এই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি তখন এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন। পরবর্তীতে ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পর থেকে তাঁর ভক্তরা এই দিনটি প্রতিবছর পালন করে থাকেন কল্পতরু উৎসব রূপে। আজ ইংরেজি বছরের প্রথম দিন কে স্বাগত জানাতে যেভাবে আপামর বাঙালি আমোদ প্রমোদে মেতে ওঠেন, সেখানে ঠাকুরের কল্পতরু হওয়ার দিনটির গুরুত্ব ও তাৎপর্য কার্যত তাঁর ভক্তকুলের মধ্যেই আবদ্ধ থাকে।

আরো পড়ুন