অন্য স্বাদ

২০২২ সালের সবচেয়ে ছোট দিন আজ, মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট থাকবে সূর্যের আলো

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: চলতি বছরের সবথেকে ছোট দিন (Smallest Day) হতে চলেছে ২২ শে ডিসেম্বর অর্থাৎ আজ। মাত্র ১০ ঘণ্টা ৪১ মিনিট থাকবে দিন। এদিন রাত থাকব ১৩ ঘণ্টা ১৯ মিনিটের। যদিও আলো এবং অন্ধকারের সময় আপনি ভারতের কোন রাজ্যে কোথায় আছেন তার ওপর নির্ভর করে। ২২ ডিসেম্বর, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় সূর্য মকর রাশির ক্রান্তীয় অঞ্চলে উল্লম্ব হবে।

এই কারণে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত হবে। মধ্য ভারতে সূর্যোদয় হয়েছে সকাল ৭.০৫ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫.৪৬ মিনিটে। মানে দিনের সময় হবে ১০ ঘণ্টা ৪১ মিনিট এবং রাতের সময় ১৩ ঘণ্টা ১৯ মিনিট। এই দিনে সূর্যের আলোর কোণ হবে ২৩ ডিগ্রি ২৬ মিনিট ১৭ সেকেন্ড দক্ষিণ দিকে। পরের বছর, ২১ মার্চ, সূর্য নিরক্ষরেখায় থাকবে, তারপর দিন এবং রাতের সময় সমান হবে। একে ইংরেজিতে Winter Solstice বলে। Solstice হল একটি ল্যাটিন শব্দ যা Solstim থেকে এসেছে। লাতিন শব্দ সল মানে সূর্য, সেস্টায়ার মানে দাঁড়ানো। এই দু’টি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে, যার অর্থ সূর্যের দাঁড়ানো। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে ২২ ডিসেম্বর সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে দীর্ঘ রাত হয়।

অন্যান্য গ্রহের মতো পৃথিবীও ২৩.৫ ডিগ্রিতে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘোরার কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ে। শীতকালীন অয়নায়নের সময়, দক্ষিণ গোলার্ধে বেশি সূর্যালোক থাকে। একই সময়ে, উত্তর গোলার্ধে কম সূর্যালোক থাকে। এই কারণে, এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে, তাই এখানে দিন দীর্ঘ হয়। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে আজ থেকে গ্রীষ্ম শুরু হচ্ছে।

তথ্য সূত্র – এক ঝলক