পশ্চিমবঙ্গ

টোটোর ধাক্কায় রেলগেট ভাঙল মেমারিতে, তীব্র যানজটের কবলে জিটি রোড

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় ভাঙলো রেল গেট। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ জিটি রোডে মেমারির ডাউন লাইনের রেল গেটে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, এদিন বিকেলে রেল গেট নামানো অবস্থায় থাকার সময় একটি টোটো সজোরে এসে সরাসরি ধাক্কা মারে রেল গেটে। রেল গেটটি রীতিমত তুবরে যায়। টোটো টির সামনের অংশ ভেঙেচুরে যায়।

বিজ্ঞাপন

এদিকে এই দুর্ঘটনার পর রেল লাইনের দুদিকে জিটি রোডের উপর পরপর দাঁড়িয়ে পড়ে মালবাহী ট্রাক থেকে যাত্রীবাহী বাস ও অন্যান্য গাড়ি। তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেলের কর্মীরা গেট মেরামত করে। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement