---Advertisement---

মেমারিতে মারুতি ভ্যানের সাথে ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ, মৃত এক, জখম পাঁচ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ট্রাক্টরের সঙ্গে একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরো পাঁচজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মেমারির চেকপোষ্ট সংলগ্ন মকদম মার্কেট এলাকায় জি টি রোডে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় চারচাকা ভ্যান গাড়িটি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরই মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম ৬ জনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে হাসপাতালের চিকিৎসক তাদের মধ্যে মারুতি ভ্যানের চালক বাবলু পূজার কে মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি মেমারির সোঁতলা এলাকায়। পাশাপাশি জখম ট্রাক্টর চালক সৈয়দ হাবিবুর রহমান সহ জখম মারুতি ভ্যানের যাত্রী এক দম্পতি ও তাদের দুই পুত্র সন্তান কে এদিন বিকাল সাড়ে তিনটে নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনার জেরে দুপুরে জিটি রোডের ওপর যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ইন্দাস থেকে মেমারির বোহার এর দিকে যাচ্ছিল চারচাকা গাড়িটি। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দম্পতির একটি পুত্র সন্তানের বয়স আট বছর এবং অপর একটি পুত্র সন্তানের বয়স ১০ মাস। জখম স্ত্রীর নাম জয়ন্তী শীল, তার স্বামীর নাম নির্মল শীল। স্থানীয় সূত্রে জানা যায়,ওই দম্পতি বোহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, জখম ট্রাক্টর চালকের নাম সৈয়দ হাবিবুর রহমান, বাড়ি মেমারির কেজা এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরী হয় এলাকায়।

See also  বাংলার লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার স্বপ্ন নিয়ে নিজেকে তৈরি করছে মেমারীর ৯বছরের তিথি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---