বর্ধমানে মূকাভিনয় এর মাধ্যমে ট্রাফিক সচেতনতা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়ে কোন বিষয়গুলি মেনে চলতে হবে, পাশাপাশি নিজে কে ও অপরকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে সেবিষয়ে পথচলতি মানুষ কে সচেতন করতে এবার শহরের প্রাণকেন্দ্রে মঞ্চ করে মূকাভিনয় শিল্পীর মাধ্যমে প্রদর্শনের আয়োজন করল বর্ধমান জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

বিরহাটা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন কার্জন গেট চত্বরে মূকাভিনয় কর্মসূচির মাধ্যমে যানবাহন নিয়ে যাতায়াতকারী মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শহরের উল্লাস এলাকায় জিটি রোড ও জাতীয় সড়কে দ্রুতগতির বাইক রাইডার দের সচেতন করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা রোধে শহরের জনবহুল প্রতিটি রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী দের বিরুদ্ধে নজরদারি আরো বাড়ানো হয়েছে। যানবাহন নিয়ে যাতায়াতকারী প্রত্যেক নাগরিককে লিফলেট দিয়ে সচেতন করা হচ্ছে। এরপর নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ট্রাফিক আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন