---Advertisement---

শক্তিগড়ে জাতীয় সড়কের ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনার কবলে ট্রেলার, গুরুতর জখম চালক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: ১৯ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ের আমড়ার কাছে ফ্লাইওভারের উপর ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি ট্রেলার। কলকাতার দিকে থেকে বর্ধমানের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়াল ভেঙে পাশের কলকাতা মুখী ফ্লাইওভারের মাঝে ফাঁকা জায়গায় ঝুলে পড়লো নিচের দিকে। দুর্ঘটনার পর চালক কেবিন থেকে সরাসরি নিচে রাস্তায় এসে পড়েন। গুরুতর জখম চালককে তড়িঘড়ি উদ্ধার করে পুলিশ বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বিকট আওয়াজ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন উদ্ধারের জন্য। জানা গেছে ট্রেলারটিতে এজবেষ্টাস তৈরির জন্য কয়েকশ বস্তা কেমিক্যাল নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর সেইসব বস্তা রাস্তায় ছিটকে পড়ে। গাড়িটির সামনের ইঞ্জিন ও চালকের কেবিন গার্ডওয়াল ভেঙে নিচের দিকে ঝুলে যায়। তখনই চালক কেবিন থেকে প্রায় ৩০ফুট নিচে এসে পড়েন। দুর্ঘটনার খবর পেয়েই শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

See also  খন্ডঘোষে চালানবিহীন ৪টি বালির গাড়ি আটক,গ্রেপ্তার চার, জরিমানা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---