জেলা

রিটার্নিং অফিসারকেই প্রিসাইডিং অফিসারের ট্রেনিংয়ের চিঠি, শোরগোল বর্ধমানে

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ক’দিন পরেই পঞ্চায়েত ভোট। তার আগে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে জোরকদমে। এর মধ্যেই জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিকের দফতর থেকে চিঠি এসেছে পূর্ব বর্ধমানের ১ নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্যের কাছে। পঞ্চায়েত ভোটের জন্য প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ করে ট্রেনিং-এর জন্য চিঠি পাঠানো হয়েছে তাঁকে। আর এখানেই উঠেছে প্রশ্ন! কারণ ব্লক পর্যায়ে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির ভোটের ক্ষেত্রে বিডিওই রিটার্নিং অফিসার। বিষয়টা অনেকটা এরকম দাঁড়িয়েছে যে, যার ঘরে উত্‍সব তাকেই নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সেই চিঠি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে জেলাজুড়ে। চিঠিতে দেখা যাচ্ছে, বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও অভিরুপ ভট্টাচার্যকে প্রিসাইডিং অফিসার হিসাবে আগামী ২৩ জুন ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে দুপুর ১টার মধ্যে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে ট্রেনিংয়ের জন্য আসতে বলা হয়েছে। চিঠি পাঠানো হয়েছে গত ১৪ ই জুন ২০২৩ তারিখে। পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ব্লকের বিডিও যেখানে সেই ব্লকের রিটার্নিং অফিসার সেখানে প্রিসাইডিং অফিসারের ট্রেনিং নেওয়ার চিঠি আসে কীভাবে? সেই প্রশ্ন ঘুরছে দফতরে।

বিডিও অভিরূপ ভট্টাচার্য এ ব্যাপারে কিছু বলতে না চাইলেও সদর মহকুমাশাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস বলেন, ” ব্লকের তরফে নির্বাচনের জন্য পাঠানো কর্মীদের নাম একটি সফ্টওয়ারে আপলোড করা হয়। সেই সফ্টওয়ারেই অটো জেনারেট হয়ে চিঠি গুলো ইস্যু হয়ে যায়।সেক্ষেত্রে যেহেতু বিডিও নিজে ইতিমধ্যেই নির্বাচনী কার্যের সঙ্গে যুক্ত আছেন তাই সেই নাম এমনিতেই বাদ হয়ে যাবে।”

Recent Posts