রাজনীতি

গলসির পারাজে সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে সিপিআইএম ও কংগ্রেস জোট সমর্থককে ভোট দিতে বাধা। ভোট দিতে যাবার সময় পিছন থেকে লাঠি দিয়ে সেখ কওসার নামে এক বাম কংগ্রেস সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকি ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শাসক দলের বুথ বসানোর অভিযোগ কে ঘিরেও উত্তেজনা সৃষ্টি হয়। এরই মাঝে এক ভোটারকে নিজে নিয়ে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূলের এজেন্ট সাজাহান সেখের বিরুদ্ধে।

অন্যদিকে পারাজ হাটতলার কাছে শাসক দলের বুথের ত্রিপল, ভোটার লিস্ট, ফ্লাগ ও কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাম কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর আহতকে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। অবস্থার অবনতির জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তৃণমূল নেতা শেখ শাহাজাহান দাবি করেছেন,  কোন ভোটার অভিযোগ করেছেন কি?  যে তাকে নিয়ে গিয়ে ভোট দেওয়া করানো হয়েছে? তাকে বলতে বলা হোক। বিরোধীদের মিথ্যা অভিযোগ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। ওদের লোকজন নেই, এইসব করে ঝামেলা অশান্তি পাকানোর চেষ্টা করছে। তৃণমূলের আরেক নেতা শেখ আনোয়ার হোসেন বলেন,’ সিপিএম কংগ্রেসের লোকেরাই আমাদের বুথের ফ্লেক্স, ফেস্টুন, কাগজপত্র ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে। আমাদের বুথ এজেন্ট কে মারধর করতে গিয়েছিল। নিজেদের লাঠিতেই ওদের লোকের মাথা ফেটেছে।’