বর্ধমানে বিজেপি কর্মীদের গণনা কেন্দ্রে প্রবেশের কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামীকাল সকাল থেকেই পঞ্চায়েত ভোটের গণনা শুরু হবে। আর তার আগেই গোলমাল শুরু। পূর্ব বর্ধমানের বর্ধমান কামনাড়া ১ বিডিও অফিসের চত্বরেই বিজেপি নেতাদের কাছ থেকে আই কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, শাসক দলের নেতারা হুমকি ও ভীতিপ্রদর্শন করছে বিজেপি দলের কর্মী থেকে নেতাদের।

বিজ্ঞাপন

বিজেপি নেতা সুধীরঞ্জন সাউয়ের অভিযোগ, “সোমবার আমরা বিডিও অফিসে আগামীকাল গণনা কেন্দ্রে প্রবেশের জন্য পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। সেখানে আমরা কাউন্টিং ফর্ম দিয়ে পরিচয়পত্র নিচ্ছিলাম। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেয়। পিস্তল উঁচিয়ে ভয় দেখানো হয়। ভীত হয়ে আমি বিডিও অফিসের ভিতরে ঢুকে যাই। তখন আমার পকেট থেকে পাঁচটি কাউন্টিং কার্ড ছিনিয়ে নেওয়া হয়।এরপর বাইরে এলেও আমার গাড়ির ড্রাইভার থেকে সবাইকে ভয় দেখানো হতে থাকে। ”

সুধীররঞ্জনের অভিযোগ, ‘সেই সময় বিডিও অফিস চত্বরে কোনো পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ছিল না। এছাড়াও তার অভিযোগ, বিডিও অফিসের কর্মীদের সামনেই এই ঘটনা ঘটেছে।আরো অভিযোগ, এই ঘটনা যখন ঘটছে তখন বিডিও কে ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।’ বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কাউন্টিং সেন্টার থেকে দূরে অফিস থেকে পরিচয়পত্র নেবার ব্যবস্থা করা হয়েছে। যাতে জমায়েত করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা হুমকি দিতে পারে। ইচ্ছাকৃতভাবেই নিরাপত্তা রাখা হয় নি। তাদের একপ্রকার ঘেরাও করে রাখা হয়েছিল। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সেখান থেকে বের করে নিয়ে আসে।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস কে এই ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন,” এইসব সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কোন প্রয়োজন নেই যে বিজেপির কাউন্টিং এজেন্টদের কাউন্টিং সেন্টারে যেতে বাধা দিতে যাবে। সবাই জানে জেলায় ঠিক করে সব বুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। জেলায় বিক্ষিপ্ত দু একটা ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে। কাল গণনা। তার আগে বাজার গরম করার জন্য এই সব মিথ্যা অভিযোগ করছে বিজেপির কিছু লোক। যদি কিছু অভিযোগ থাকে প্রশাসনের কাছে জানাক ওরা। তৃণমূল কংগ্রেসের কেউ এই ধরনের কাজে জড়িত নয়।’

আরো পড়ুন