---Advertisement---

এ যেন রাজযোটক, একই ছাদনাতলায় বিয়ে হল যমজ পাত্রপাত্রীর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: লব-অর্পিতা ও কুশ -পারমিতা। জন্ম একই সঙ্গে। বড় হওয়াও একই সঙ্গে। দুই ভাই লব,কুশ ও দুই বোন অর্পিতা,পারমিতার বিয়েও হল একই সঙ্গে, একই দিনে, একই ছাদনা তলায়। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কুড়মুন গ্রামে একইসঙ্গে দুই যমজ বর কনের এই প্রায় বিরল বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকলেন অভ্যাগতরা।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সোতখালি গ্রামের বাসিন্দা অর্পিতা সাঁতরা ও পারমিতা সাঁতরা। দুজনে যমজ বোন। দুই বোনের মধ্যে সময়ের তফাতে অর্পিতা বড় ও পারমিতা ছোট। ছোট থেকে পড়াশোনা, ঘোরাফেরা, বড় হওয়া সবই হয়েছে একইসঙ্গে। দুজনেই ভাতার গার্লস স্কুলের ছাত্রী। দুই বোনে একই কলেজ থেকে স্নাতক করেছেন।

অর্পিতা ও পারমিতা জানান, যেহেতু দুজনে একইসঙ্গে বড় হয়ে উঠেছি। তাই অনেকদিনই ইচ্ছা ছিল দুই বোন একই বাড়িতে বিয়ে করে যাবো। সেই ইচ্ছা বাড়ির লোকেদের জানিয়েছিলেন। বাড়ির লোকজন সেই হিসেবে পাত্র দেখা শুরু করেন। দুই বোন জানিয়েছেন, একই বাড়ির যমজ পাত্রের সঙ্গে দুজনের বিয়ে হওয়ায় তাদের সেই ইচ্ছাপূরণ হয়েছে। পাত্রপক্ষের একান্নবর্তী পরিবার। তাই দুই বোন বিয়ের আগে যেমন ছিলেন বিয়ের পরেও সেরকমই একইভাবে থাকতে পারবেন।

জানাগিয়েছে, পাত্রীদের বাবা গৌরচন্দ্র সাঁতরা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। মেয়েদের ইচ্ছার কথা জানতে পেরে একই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য জোড়া পাত্রের খোঁজ শুরু করেন।  পাত্র দেখতে গিয়ে কুড়মুন গ্রামের লব পাকরে ও কুশ পাকরে-এর সন্ধান পান তিনি। যমজ পাত্রের বাড়ি থেকেও এই সময়েই বিয়ের জন্য পাত্রীর খোঁজ খবর করছিলেন পরিবারের সদস্যরা। ঘটনাচক্রে লব ও কুশ যমজ ও একই পরিবারের হওয়ার শেষমেষ মেয়েদের ইচ্ছা অনুযায়ী যমজ পাত্রের সঙ্গেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন পাত্রীর বাবা।

অন্যদিকে যমজ দুই পাত্র লব ও কুশ একই সংস্থায় কর্মরত রয়েছেন। তাদের বাড়ির লোকজনও দুই যমজ ভাইয়ের জন্য যমজ পাত্রীর খোঁজ করছিলেন দীর্ঘদিন ধরে। তাই অর্পিতা আর পারমিতার সম্বন্ধ আসতেই তারা আর সময়ের অপেক্ষা করেননি। শেষমেষ দুই যমজ বোনের সঙ্গে দুই যমজ ভাইয়ের বিবাহ সম্পন্ন হল।

See also  ভিখারির বেশে বাড়িতে ঢুকে চুরি, পুলিশি তৎপরতায় গ্রেপ্তার ঝাড়খন্ডের মহিলা, উদ্ধার সোনা, নগদ

গত ৫ ডিসেম্বর সোমবার অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পোশাকের ক্ষেত্রেও পরতে পরতে মিল বজায় রেখেছেন তারা। দুই পাত্রই নীল রঙের পাঞ্জাবি পড়ে বিয়ের পিঁড়িতে হাজির হয়েছিলেন। অন্যদিকে, দুই যমজ বোন অর্পিতা ও পারমিতার শাড়ির রং, গয়নার নকশা, সাজের ধরন সমস্ত কিছুই অবিকল একই রকম ছিল। জোড়া যমজ পাত্র পাত্রীর বিয়ের এই বিরল ঘটনার সাক্ষী থাকতে পেরে স্বাভাবিকভাবেই উৎফুল্ল আমন্ত্রিত অতিথিরাও।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---