১৩৭ বস্তা নকল সার সহ মেমারিতে গ্রেপ্তার দুই, আটক দুটি গাড়ি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: নকল সার পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ১৩৭ বস্তা সার। দক্ষিণ২৪ পরগনা থেকে ওই সার আনা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। দু’টি গাড়ির একটিতে ৬৮ বস্তা ও অন্য আর একটি গাড়িতে ৬৯ বস্তা সার ছিল বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে মেমারির দেউলিয়া আলিপুরে ইফকোর প্যাকেটে নকল সার পাচার করা হচ্ছিল বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা গাড়ি দুটিকে আটক করে মেমারি থানায় খবর দেয়। মেমারি থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি দু’টি গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের চারদিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওই সার এই জেলায় নিয়ে আসা হচ্ছিল। ধৃতরা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এখন এই সার নকল কিনা, নকল হলে তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের সঙ্গে কারা জড়িত তা বিস্তারিত জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো পড়ুন