বর্ধমান স্টেশনে তিন কেজি সোনার বাট সহ গ্রেপ্তার দুই

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ( DRI) এর তথ্যের ভিত্তিতে বর্ধমান রেল পুলিশ একটি যৌথ অভিযানে বর্ধমান স্টেশন থেকে তিন কেজি সোনা সহ দুজনকে গ্রেফতার করেছে। শিয়ালদহ অমৃতসর এক্সপ্রেস এবং হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ওই সোনা উদ্ধার হয় শনিবার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রথমে অমৃতসর এক্সপ্রেসে অভিযান চালিয়ে একজনকে ১ কেজি সোনা সহ গ্রেপ্তার করা হয়। পরে রাজধানী এক্সপ্রেস থেকে অন্যজনকে দু কেজি সোনা সহ গ্রেফতার হয়। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি তার কোমরে গামছাতে সোনার বাট লুকিয়ে পাচার করছিল। আরপিএফ জানিয়েছে, ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। উদ্ধার হওয়া সোনা এই দুষ্কৃতীরা দিল্লিতে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, ‘অপারেশন সতর্ক’-এর অধীনে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) কলকাতার সাথে শনিবার যৌথ অভিযান চালায় বর্ধমান আরপিএফ। প্রায় দু কোটি টাকা মূল্যের ৩ কেজি সোনার বাট উদ্ধার করেছে রেল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে তা জানতে ইতিমধ্যেই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতে জন্য আবেদন জানানো হয়।

আরো পড়ুন