---Advertisement---

বর্ধমান শহরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম দুজন, মদ্যপ অবস্থায় বাইক নিয়ে দাপাদাপির অভিযোগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মদ্যপ অবস্থায় তিনজন বেপরোয়া গতিতে মোটর সাইকেল নিয়ে জনবহুল রাস্তা দিয়ে যাবার সময় উল্টোদিক থেকে আসা অন্য আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবারে রাত সাড়ে ৯টা নাগাদ। দুর্ঘটনায় এক বয়স্ক মোটর সাইকেল আরোহী গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পাশাপাশি আরও এক বাইক আরোহী এই সংঘর্ষের ঘটনায় জখম হয়েছে। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেল দুটি বাজেয়াপ্ত করেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, দ্রুত গতির বাইকের দুই আরোহীকে আটক করে করে নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাতে শহরের উত্তর ফটকের দিক থেকে এক ব্যক্তি আলোমগঞ্জের দিকে একটি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় প্রচণ্ড গতিতে একটি বাইকে তিনজন আলমগঞ্জের দিক থেকে উত্তর ফটকের দিকে আসছিল। নতুনগঞ্জ ইলেকট্রিক সাপ্লাই এর সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি বাইকের আরোহীরাই রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রাই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। নাম জানা যায়নি একজন বয়স্ক ব্যক্তির আঘাত গুরুতর বলে জানা গেছে। অন্যদিকে অন্য বাইকের এক আরোহীর কানে চোট লেগেছে বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর থেকেই মদ্যপ অবস্থায় বাইক আরোহীদের দাপাদাপি এই এলাকার নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

See also  আউসগ্রামে বিজেপির বুথ ক্যাম্পে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---