বনদপ্তরের জালে দুই পাখি পাচারকারী, উদ্ধার ১৮২টি দেশি টিয়া

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকালে ডাউন দানাপুর এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৮২টি দেশি টিয়া পাখি উদ্ধার করল। দুটি খাঁচায় এই টিয়া গুলোকে মুখ বন্ধ করে নিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ। বন দপ্তরের কর্মীরা পাখি পাচারের সঙ্গে যুক্ত দুজন ক্যারিয়ার কে গ্রেপ্তার করেছে। ধৃত দুজনের নাম মহাম্মদ আয়ুব ও ইব্রাহিম শেখ। এদের বাড়ি বর্ধমানের দুবরাজদীঘি আলুডাঙ্গা এলাকায়।

বিজ্ঞাপন

দপ্তর সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন থেকে এই পাখি পাচারের কাজের সঙ্গে যুক্ত। ধৃতদের কাছ থেকে বনদপ্তর জানতে পেরেছে দানাপুর থেকে এই পাখিগুলোকে নিয়ে আসা হচ্ছিল। এদিন পাখি উদ্ধারের পর সেগুলোকে রমনা বাগান ফরেস্টে নিয়ে আসা হয়। পাখিগুলোর মুখ খুলে দেওয়া হয়। বন দপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন, “পখিগুলোর প্রাথমিক চিকিৎসার পর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। ধৃত দুই ব্যক্তিকে এদিনই বন্য প্রাণ সংরক্ষণ আইনের ধারায় বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

আরো পড়ুন