ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৫৪জন আহত। শুক্রবার দুপুর পৌনে দুটো নাগাদ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার আলমপুর পীরতলার কাছে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষ ছুটে আসেন। দেওয়ানদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হালকা বৃষ্টি পড়ছিল। সেইসময় গুসকরার দিক থেকে বর্ধমানের নবাবহাটের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। অপরদিকে বর্ধমানের দিক থেকে আরেকটি বাস গুসকরার দিকে যাচ্ছিল। রাস্তা ভিজে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাস এক অপরের মুখোমুখি ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান।
সংঘর্ষের ফলে বাস দুটিতে থাকা বহু যাত্রী আহত হন। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুততার সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান পাঠায়। সাময়িক যান চলাচল ব্যাহত হলেও, পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাস দুটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।