নাগপুর থেকে লক্ষাধিক টাকার ফল কিনে টাকা না মেটানোয় মহারাষ্ট্র পুলিশের জালে মেমারির দুই ব্যবসায়ী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মহারাষ্ট্রের নাগপুরের এক ফল ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকার কমলালেবু কিনে সেই টাকা পরিশোধ না করে পালিয়ে বেড়ানোর অভিযোগে পূর্ব বর্ধমানের মেমারি থানার রসুলপুর, নতুনবাজার এলাকা থেকে দুই ফল ব্যবসায়ীকে গ্রেপ্তার করল নাগপুরের নারখেড থানার পুলিশ। ধৃতদের নাম অলোক বিশ্বাস ও প্রমোদ বিশ্বাস। এরা সম্পর্কে আত্মীয়। বুধবার ধৃত দুই ব্যবসায়ীকে বর্ধমান আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ট্রানজিট রিমান্ডে নাগপুর নিয়ে যাওয়ার আবেদন জানায় মহারাষ্ট্র পুলিশের অফিসারেরা। বিচারক মহারাষ্ট্র পুলিশের আবেদন মঞ্জুর করে।

বিজ্ঞাপন

জানা গেছে, ধৃত অলোক বিশ্বাস ও প্রমোদ বিশ্বাস ফলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। মহারাষ্ট্রের নাগপুর থেকে কমলালেবু কিনে এনে বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের ব্যবসা করতো। জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে নাগপুরের এক ফল কোম্পানির কাছে প্রায় ৭লক্ষ টাকার কমলালেবু কিনেছিলেন তারা। কিন্তু সেই টাকা ব্যবসায়ীকে না মিটিয়েই পালিয়ে আসে রসুলপুরের দুই ব্যক্তি। এরপর নাগপুরের নারখেড থানায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় সেখানকার ফল কোম্পানি।

এরপরই মহারাষ্ট্র পুলিশ ঘটনার তদন্তে নেমে অলোক ও প্রমোদ বিশ্বাসের ফোন ট্র্যাক করে বুধবার মেমারি থানার পুলিশের সহযোগিতায় রসুলপুরের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে দুজনকে। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবির দাবি,  নাগপুরের যে কোম্পানি অভিযোগ করেছেন, সেই কোম্পানির সাথে তার মক্কেলদের কোনরকম যোগাযোগ নেই।

আরো পড়ুন