latest

মর্মান্তিক পথ দুর্ঘটনায় খোকন ও সূর্যকান্তের মৃত্যু খণ্ডঘোষে

ফোকাস বেঙ্গল ডেস্ক, খণ্ডঘোষ: বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সগরাই মোড়ে সোমবার ভোরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃত দুই যুবকের নাম খোকন দাস( ৩২) ওরফে সূর্য দাস এবং সূর্যকান্ত মালিক(৩৫)। দুজনেরই বাড়ি সগরাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি ক্লাবের বিশ্বকর্মা পুজোর জন্য ভোর থেকেই রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তুলছিল কিছু যুবক। সেইসময় অসতর্কতায় একটি ডাম্পার দুজনকে ধাক্কা মারে। পুলিশ ও স্থানীয়রা ওই দুই যুবককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রথমে খোকন দাস কে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসা চলাকালীন মারা যান সূর্যকান্ত মালিক। পুলিশ ঘাতক ডাম্পার টিকে এবং চালককে আটক করেছে।

যদিও মৃতদের পরিবারের পক্ষ থেকে রাস্তায় চাঁদা তোলার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছেন, ভোরবেলায় রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরে কাজে যাবার জন্য বাস ধরতে এসে দুর্ঘটনার কবলে পড়ে দুই ব্যক্তি।যদিও প্রশ্ন উঠেছে কিভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে রাস্তায় চাঁদা তুলছে ছেলেরা। স্থানীয়দের অনেকে অভিযোগ করেছেন, রাত থেকে সকাল পর্যন্ত এই রাস্তা দিয়ে মুহুর্মুহু বালি, পাথর সহ প্রচুর ভারী যানবাহন দ্রুত গতিতে যাতায়াত করে। এরই মাঝে রাস্তায় দাঁড়িয়ে যদি চাঁদা তোলা হয় বিপদের আশঙ্কা থেকেই যায়। প্রশাসনের অবিলম্বে নজরদারি বাড়ানো উচিত।

Recent Posts