---Advertisement---
রায়নায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

bySouris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়না থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশী পিস্তল ও দু রাউন্ড গুলি। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম নাসির দেওয়ান এবং সজল বাগ। তাদের দুজনেরই বাড়ি রায়না থানার জোৎসাদি গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানাগেছে, আগাম খবরের ভিত্তিতে রায়না থানার পুলিশ এদিন তল্লাশি অভিযান চালানোর সময় বাধগাছা কালিতলা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের কাছে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছে। তারপরেই গ্রেফতার করা হয় দুজনকে।

Join WhatsApp

Join Now
---Advertisement---