আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের দুই দুষ্কৃতী গ্রেপ্তার বাঁকুড়ায়, উদ্ধার বন্দুক, কার্তুজ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: অস্ত্র সহ ভিন রাজ্যের দুই দূস্কৃতিকে গ্রেফতার করলো বাঁকুড়া পুলিশ। ধৃতদের নাম অজিত কুমার (৩০) ও রোহিত কুমার রায় (৩১)। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দু’জনের বাড়ি যথাক্রমে বিহারের বৈশালী জেলার ইসমাইলপুর-হাজিপুর ও পাটনার দীঘা এলাকায়। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা মোড় এলাকার সেনকো গোল্ডের সামনে থেকে অজিত কুমার, রোহিত কুমার রায় নামে দুই দূস্কৃতিকে পুলিশ গ্রেফতার করে। পরে শুক্রবার পুলিশের পক্ষ থেকে ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে কাটজুড়িডাঙ্গা সেনকো গোল্ডের সামনে ছ’জনকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। তাদের গতিবিধি সন্দেহ হতেই স্থানীয়রাই পুলিশে খবর দেয়। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ অজিত কুমার ও রোহিত কুমার রায়কে আটক করতে পারলেও বাকি চার জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শার্টার বন্দুক, তিনটি কার্তুজ, দু’টি অ্যানড্রয়েড ফোন, একটি ছোটো ফোন, একটি মোটর বাইক সহ বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের মধ্যে বছর ৩০ শের অজিত কুমারের শিক্ষাগত যোগ্যতা স্নাতক, এর আগে ২০১৯ সালে অজিত কুমার বন্ধন ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছিল বলে জানা যায়। ধৃত অজিত কুমার ও রোহিত কুমার রায় নামে দুই দূস্কৃতিকে নিজেদের হেফাজতে নিয়ে তাদের জেরা করে ওই দলের অন্যান্যদের সন্ধান পেতে এবং পাশাপাশি ঠিক কি উদ্দেশ্যে দিনে দুপুরে ওই জায়গায় তারা হাজির হয়েছিল তা জানার চেষ্টা চলছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

আরো পড়ুন