ক্রাইম

গরু চুরি করতে এসে জামালপুরে উত্তেজিত জনতার গণ-প্রহারে মৃত্যু দুই ব্যক্তির

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: বেশ কিছু দিন ধরেই গ্রামের বিভিন্ন গোয়াল থেকে গরু চুরি হয়ে যাচ্ছিল বলে অভিযোগ আসছিল। এই নিয়ে ব্যাপক ক্ষুদ্ধ ছিল গ্রামবাসীরা। কারা এই গরু চুরি করছে তার ওপর নজরদারিও শুরু করেছিল গ্রামবাসীদের একাংশ। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের তুরুক-ময়না গ্রামের। আর এরই মধ্যে শুক্রবার গভীর রাতে একটি ৪০৭ পিক আপ ভ্যানে করে পাঁচ জনের একটি দুষ্কৃতী দল গ্রামে এসে গ্রামেরই একটি গোয়াল ঘরের তালা ভাঙার চেষ্টা করে।

সেইসময় গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে দুষ্কৃতীদের তাড়া করলে তাদের মধ্যে তিনজন কোনক্রমে পালিয়ে গেলেও দুজন একটি পুকুরে ঝাঁপ মেরে দেয়। উত্তেজিত গ্রামবাসীরা গোটা পুকুর ঘিরে ফেলে। দুই দুষ্কৃতী পুকুর থেকে উঠতেই তাদের বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা বলে অভিযোগ। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যালে নিয়ে এলে সেখানে দুই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।