ফের নৌকা ডুবির ঘটনা, এবার দামোদর নদে নৌকা উল্টে নিখোঁজ দুই পড়ুয়া, উদ্ধারে নামানো হয়েছে ডুবুরি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ফের নৌকা ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। কয়েকদিন আগেই পূর্বস্থলীর চুপিতে ছাড়ি গঙ্গায় নদীয়ার কৃষ্ণনগর থেকে চার বন্ধু পরিযায়ী পাখি দেখতে এসে নৌকা উল্টে তাদের মধ্যে দুজন জলে তলিয়ে গিয়ে মারা গিয়েছিল। এবার জামালপুরের দামোদর নদে পানসি নৌকা করে চার জন বন্ধু ঘুরতে বেরিয়ে ঝড়ো হাওয়ায় নৌকা উল্টে নিখোঁজ হয়ে গেল দুজন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধায়। নিখোঁজ দুজনের নাম সৈকত মান্না ও সৌগত বেরা। এদের মধ্যে সৈকত হায়দ্রাবাদে প্যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিল। অন্যদিকে সৌগত উচ্চ মাধ্যমিক পাশ করে কাজের খোঁজ করছিল বলে জানা গেছে। একই নৌকায় থাকা আরো দুজনের নাম সৌরভ ধারা এবং সমরেশ পাল। নৌকা উল্টে যাওয়ার পর এই দুজন সাঁতার কেটে পারে উঠে আসে। এদের প্রত্যেকের বাড়ি স্থানীয় জোৎশ্রীরামপুর এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল বিকেলে এই চারজন বন্ধু একসঙ্গে দামোদরে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিল। নদীর অন্যপারে মাটি কাটার কাজ দেখে ফিরে আসার পথে ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে। টাল সামলাতে না পেরে নদের মাঝেই উল্টে যায় নৌকা। দুজন তলিয়ে যায়। বাকি দুজন সাঁতরে কোনরকমে উঠে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজে ইতিমধ্যেই প্রথমে কাটোয়া থেকে ডুবুরি আনিয়ে দামোদরে খোঁজা শুরু করা হয়। পরে দুর্গাপুর আসানসোল থেকেও ডুবুরিদের নিয়ে আসা হয়েছে। যদিও রবিবার দুপুর পর্যন্ত নিখোঁজ দুই যুবকের দেহ উদ্ধার করা যায়নি। এদিকে ছোট সরু এই পানসি নৌকা নিয়ে বর্ষাকালে নদীতে কিভাবে সকলের নজর এড়িয়ে নেমে যাচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। পূর্বস্থলীর ঘটনায় পর্যটকদের বিরুদ্ধে নৌকায় মদ্যপানের অভিযোগ সামনে এসেছিল। মদ খেয়ে হুড়োহুড়ি করার কারণেই নৌকা উল্টে গিয়েছিল বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছিল। জামালপুরের ঘটনায় এমনই কোনো বিষয় রয়েছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।

আরো পড়ুন