সগড়াই মোড়ে ডাম্পারের ধাক্কায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু, উত্তেজনা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: স্কুল থেকে বাড়ি ফিরে সাইকেল নিয়ে বেরিয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালো দুই কিশোর। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার সগড়াই মোড় এলাকায়। দুর্ঘটনার পরই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে উল্টে যায়। ঘটনার পর চালক ও খালাসী পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মৃত দুই কিশোর ছাত্রের বাড়ি নাড়ুগ্রামে। তারা নাড়ুগ্রাম স্কুলের ছাত্র। তাদের নাম প্রলয় মালিক (১৫) ও হারাধন সিংহ (১৬)। দুর্ঘটনার খবর পেয়েই রায়না থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোর কে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ডাম্পার টিকে আটক করেছে। পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল তিনটা নাগাদ সগড়াই মোড়ের দিকে নাড়ুগ্রামের দিকে সাইকেল নিয়ে ফিরছিল দুই ছাত্র। সেই সময় শ্যামসুন্দর এর দিক থেকে সগড়াই মোড়ের দিকে একটি ডাম্পার দ্রুত গতিতে আসার সময় এই দুই সাইকেল আরোহী কে সামনা সামনি ধাক্কা মারে। আর তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে উল্টে যায় লরিটি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, এই রাস্তায় এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে এই রাস্তায় হাম্প তৈরি করে গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত। একই সাথে রাস্তার বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা উচিত। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন