ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: নদীয়ার কৃষ্ণনগর থেকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপিতে পরিযায়ী পাখি দেখতে এসে ছাড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ হল ২ পর্যটক। স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা গেছে ওই নৌকায় মাঝি সহ মোট পাঁচজন ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পর জল থেকে মাঝি সহ ৩ জনকে উদ্ধার করা হলেও দুই পর্যটকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ দুই পর্যটক হলেন সৌরভ ভট্টাচার্য্য ও সৈকত চ্যার্টাজ্জী।
যাদের উদ্ধার করা হয়েছে তারা হলেন তন্ময় সিং শর্মা, তন্ময় মাজি ও নৌকার মাঝি মদন পারুই। এদের মধ্যে মদন পারুইকে জল থেকে উদ্ধার করার পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পূর্বস্থলী ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। অন্যদিকে, এদিন সন্ধ্যা থেকে পূর্বস্থলী গ্রামপঞ্চায়েত ও পুলিশের উদ্যোগে নিখোঁজ দুজনের খোঁজে হ্যালোজেন লাইট লাগিয়ে শুরু হয়েছে নদীতে নেমে তল্লাশি।
জানা গিয়েছে, এদিন বিকাল নাগাদ ৪ পর্যটক এসেছিলেন পরিয়ায়ী পাখি দেখতে। কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুইয়ের নৌকায় চেপেছিলেন তারা। এরপরেই নৌকায় উঠে ৪ জনই মদ্যপান শুরু করে বলে অভিযোগ। পরে ওই নৌকায় দাঁড়িয়ে তারা নাচানাচি শুরু করে। নৌকা কুলতলির ঘাটের কাছে আসতেই সেটি টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে উল্টে যায়। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই, তাঁরাই ছুটে আসেন উদ্ধার করতে। তিনজনকে জল থেকে উদ্ধার করেন তাঁরা। নৌকার মাঝি সহ তিনজনকে নিয়ে আসা হয় পূর্বস্থলী হাসপাতালে। শনিবার বিকেলে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।
প্রশ্ন উঠেছে, স্থানীয় প্রশাসন এবং নৌকার মাঝিরা কেন ঘুরতে আসা পর্যটকদের জলে নামার পর মদ খাওয়া যাবে না সেবিষয়ে সতর্ক করছেন না। কেনই বা নৌকায় চাপার পর প্রত্যেকের কোমরে সেফটি টিউব লাগিয়ে দেওয়া হচ্ছে না। যাতে জলে কোনোভাবে পড়ে গেলে ডুবে যাওয়া থেকে প্রাথমিকভাবে রক্ষা পাওয়া যায়।