---Advertisement---

লাইন পেরোতে গিয়ে মেমারি স্টেশনে থ্রু ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই মহিলার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ২ মহিলার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি স্টেশনে। মৃত মহিলাদের নাম ঝর্না ভূঁইয়া ও পাখি ভূঁইয়া। তাদের বাড়ি বাঁকুড়ার খাতরা এলাকায় বলে রেল সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বাঁকুড়া থেকে ৬জনের একটি দল ট্রেনে মশাগ্রাম স্টেশনে নেমে মেমারি স্টেশনে আসে।

বিজ্ঞাপন

সেখান থেকে এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে খন্যান যাওয়ার জন্য ট্রেন ধরতে লাইন পেরিয়ে অন্য প্লাটফর্মে যাচ্ছিলেন তারা। সেইসময় ১নম্বর প্লাটফর্ম দিয়ে আপ লাইনে থ্রু ট্রেন আসছিল।  চারজন লাইন পেরিয়ে প্লাটফর্মে কোনক্রমে উঠে পড়লেও, তাদের মধ্যে দুই মহিলা ট্রেনে সামনে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। মৃতদের উদ্ধার করে নিয়ে যায় তারা। পুরো ঘটনা তদন্ত শুরু করছে রেল পুলিশ।

See also  বর্ধমানে মাদক কারবারীদের সফট টার্গেট এখন পড়ুয়ারাই, নতুন কাস্টমার আনলেই ফ্রির অফার, উদ্বেগ বাড়ছে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---