---Advertisement---

গুজরাটে বাংলার দুই তরুণকে পিটিয়ে মারার অভিযোগ, মৃতদেহ ফিরতেই শোকের ছায়া কালনায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: গুজরাটে সোনা রুপোর দোকানে কাজ করতে গিয়ে গনপিটুনিতে মৃত্যু হল বাংলার ২ তরুনের। নিহত রাহুল শেখ (১৮) ও সুমন শেখ (১৬) পূর্ব বর্ধমান জেলার কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামের বাসিন্দা। দুজনকেই পিটিয়ে মারা হয়েছে বলে পরিবারের অভিযোগ। সোমবার বিকেলে দুই তরুণের মৃতদেহ গ্রামে ফিরিয়ে নিয়ে আসার পরই নিহতদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার মৃত ২ তরুণের পরিবারের লোকজন মৃত দুই তরুণের দেহ আনতে গুজরাটের রাজকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সোমবার তারা গ্রামে ফেরেন। এদিন সোমবার দুপুরে মৃত দুই তরুণের পরিবারের বাড়িতে দেখা করতে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিও সেবন্তী বিশ্বাস, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ বিশিষ্টজনেরা। মৃত দুই পরিবারের তরফ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন তাঁরা।

পরিবার সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে রাহুল ও সুমন গুজরাটের রাজকোটে কাজের জন্য গিয়েছিল। সেখানকার বহভানাগর রোড এলাকার একটি জুয়েলারিতে চাঁদির গহনা তৈরির কাজ শিখত তারা। সপ্তাহখানেক আগে দোকান থেকে কিছু গহনা চুরি যায়। সন্দেহ হয়, এই কাজ রাহুল আর সুমনের। গত বৃহস্পতিবার দোকান মালিকের মদতে সুমন ও রাহুলকে গোডাউনে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। সেখানেই বেহুঁশ হয়ে লুটিয়ে পড়ে দুজনেই। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ২ জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্তে নেমে মালিক-সহ নিগ্রহকারীদের গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে এ রাজ্যে কাজ না পেয়েই ভিন রাজ্যে যেতে হয় বলেই দাবি করেছেন এলাকার অনেক যুবক। তাদের দাবি পাওনা টাকা দাবি করলে, কিংবা ছুটি চাইলেই নানান সমস্যার মধ্যে পড়তে হয় ভিন রাজ্যে কাজে যাওয়া নাবালক থেকে যুবক দের। এমনকি মিথ্যা অভিযোগে নানান ভাবে অত্যাচার করা হয় কর্মীদের ওপর। রাজ্য সরকার কে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা।

See also  লরী হাইজ্যাক করে চালককে খুনের ঘটনায় দুই খুনীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বর্ধমান আদালত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---