---Advertisement---

পিকনিকে এসে পাল্লায় দামোদরের জলে ডুবে মৃত্যু হুগলির দুই যুবকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: পিকনিক করতে এসে দামোদরের জলে স্নান করতে নেমে ডুবে মারা গেলেন দুই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মেমারি থানার পাল্লারোড সংলগ্ন এলাকায়। হুগলির চণ্ডিতলা থানার বেগমপুর এলাকা থেকে রবিবার সকালে পিকনিক করতে একটি দল এসেছিল বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। মৃত যুবকদের নাম শুভাশিস দাস ও সাগর দাস। দুজনেরই বয়স আনুমানিক ৩০/৩২ বছর।

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শী দের সূত্রে জানা গেছে, মৃত যুবকরা মদ্যপ অবস্থায় নদে স্নান করতে নেমেছিল। কোনো কারণে তারা জলে তলিয়ে যায়। পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুটি দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদেহ দুটির ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো। হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে পাল্লা এলাকায় পিকনিকে আসা দলগুলির ওপর নজরদারি আরো জোরদার করা হচ্ছে।

See also  বর্ধমানে কাঁচা শাকসব্জীর দাম আকাশছোঁয়া, নাভিশ্বাস সাধারণ মানুষের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---