জামালপুরে গণধর্ষণের অভিযোগে খানাকুল থেকে গ্রেপ্তার দুই যুবক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: মাঝবয়সী এক বিধবা মহিলাকে গণধর্ষণ করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ দুই যুবক কে গ্রেপ্তার করেছে। ধর্ষিতা মহিলার বাড়ি জামালপুর থানার বাহাদুরপুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপশি এই ঘটনায় অভিযুক্ত দুই যুবকের বাড়িও একই এলাকায় বলে পুলিশ জানিয়েছে। নিপীড়িত মহিলা এই ঘটনায় জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পলাতক দুই যুবককে হুগলির খানাকুল থেকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

সোমবার ধৃত দুই যুবক কে বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে, ধৃতরা হল মহম্মদ সুরজ ওরফে রাজা ও রাজু ক্ষেত্রপাল। এরই পাশাপাশি বিচারক এদিন ধর্ষিতা মহিলার মেডিক্যাল টেস্ট করানোরও নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিজের বাড়িতে শুয়ে ছিলেন ওই মহিলা। বেশ কয়েকবছর আগেই তাঁর স্বামী মারা যান। দুই ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন। রাতের অন্ধকারে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে রাজা ও রাজু। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, কোন কিছু বোঝার আগেই তার মুখ গামছা দিয়ে বেঁধে দিয়ে ধর্ষণ করা হয় তাকে। অন্ধকার থাকলেও এলাকারই ছেলে হওয়ায় দুজনেই তিনি চিনতে পারেন। কিন্তু মুখ বাঁধা থাকায় তিনি চিৎকার করতে পারেননি। পরে এই দুজন চলে যেতে মুখের বাঁধন খুলে প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি।

মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘ মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজা ও রাজু নামের দুই অভিযুক্তের খোঁজে পুলিশ গেলে জানতে পারে তারা এলাকায় নেই। সন্দেহ হওয়ায় এরপরই বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে পুলিশ অভিযুক্তদের খানাকুল থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের দোষ স্বীকার করেছে।’

আরো পড়ুন