গলসিতে ডিভিসির সেচখাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: গলসিতে ডিভিসির সেচ খালে ভেসে এল এক যুবকের মৃতদেহ। রবিবার বিকেল তিনটে নাগাদ সিমনোড়ি গ্রামের বাসিন্দাদের কয়েকজন মাঠে কাজ করার সময় হটাৎ একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন গলসি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছে। এদিকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহের নাম, পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে জনাগেছে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যানেলে এখন ভাল জল রয়েছে। স্রোতও রয়েছে। ফলে মৃতদেহটি কোনো জায়গা থেকে ভেসেও আসতে পারে এখানে। এদিকে জল থেকে দেহটি তোলার পরই মৃতের কান ও নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায় বলে জানিয়েছেন অনেকেই। উদ্ধারের সময় মৃত ব্যক্তির পরনে ছিল হালকা সবুজ রংয়ের গেঞ্জি ও নীল জিন্স। তাছাড়াও কোমরে বেল্ট ছিল বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। মৃতদেহটি দু তিন দিনের আগের হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে গলসি থানায় সম্প্রতি কোনো নিখোঁজের ডায়রি নেই। তাই স্থানীয় কোনো ব্যক্তির দেহ বলে এখনি বলতে পারছেন না পুলিশ। তবে মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী সবকটি থানায় মৃতের বিবরণ জানিয়ে খবর পাঠানো হয়েছে বলে গলসি থানা সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানতে পারা যাবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন