রোগীকে দ্রুত চিকিৎসা দিতে এবার বর্ধমান মেডিক্যালের বহির্বিভাগেই বসছে ইউ এস জি মেশিন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতলে প্রতিদিন রোগীর চাপ বেড়েই চলেছে। রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে কর্তৃপক্ষও বদ্ধপরিকর। ইতিমধ্যেই হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগ চালু করার পরিকাঠামো তৈরি করা হয়েছে। আর এবার হাসপাতালের বহির্বিভাগেই শুরু হচ্ছে ইউ এস জি পরিসেবা। আগামী ১৫আগস্ট নিউরো মেডিসিন বিভাগের উদ্বোধনের পাশাপাশি বহির্বিভাগে ইউ এস জি মেশিনও বসানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডা: তাপস ঘোষ।

বিজ্ঞাপন

এর ফলে প্রতিদিন বহির্বিভাগে আসা কয়েকশো রোগীর ইউ এস জি বহির্বিভাগেই করিয়ে দিয়ে মূল ইউ এস জি-র মেশিনে চাপ কমানোই লক্ষ্য হাসপাতালের। তাপস ঘোষ জানিয়েছেন, ‘ ইউ এস জি পরীক্ষার তারিখ পেতে রোগীর যে দেরি হওয়ার অভিযোগ আসতো, এবার সেই সমস্যাও মেটানো যাবে।’ রোগীদের একাংশ জানাচ্ছে, একটি বিশাল সংখ্যাক রোগীর চাপ সামলাতে বহির্বিভাগে আসা রোগীদের ইউ এস জি করানোর তারিখ দেওয়া হচ্ছে প্রায় মাস দেড়েক পর। এই দেরির ফলে রোগীর চিকিৎসা পেতেও অনেক সময় লেগে যাচ্ছে। যা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে রোগী ও পরিজনদের মধ্যে। আর এই সমস্যা মেটাতেই এবার উদ্যোগী হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্ধমান মেডিক্যাল কলেজ সুত্রে জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাত তলা ভবনের নীচে রয়েছে ইউ এস জি সেন্টার৷ সেখানে ভর্তি থাকা রোগী, বহির্বিভাগে আসা রোগী সহ জরুরি বিভাগে আসা রোগীদের ইউ এস জি করা হয়। প্রসূতি বিভাগে থাকা সন্তানসম্ভবা মহিলাদের একটা বড় অংশ এই সেন্টার থেকেই ইউ এস জি করান। ফলে সারা মাসে ব্যাপক চাপ থাকে হাসপাতালের উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ইউ এস জি মেশিনের উপর। কিন্তু এবার বহির্বিভাগে আলাদা ইউ এস জি মেশিন বসে গেলে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের সমস্যা অনেকটাই কমে যাবে বলে কর্তৃপক্ষের দাবি। এক্ষেত্রে রোগীরা দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবে।

আরো পড়ুন