ফোকাস বেঙ্গল ডেস্ক, জামালপুর: সকালে স্কুল ছুটির পর শিশুদের কোচিং করানো হতো স্কুলেই। মাস দুয়েক আগে এই নিয়ে একটা উড়ো হুমকি চিঠি স্কুলে কেউ বা কারা সাঁটিয়ে দিয়ে গিয়েছিল। দু মাস পর ফের সেই একই হুমকি চিঠি আবার স্কুলে পাওয়া গেলো। আর তারপরই বুধবার রাতে স্কুলে ঢুকে রীতিমত তাণ্ডব চালিয়ে গেলো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রাম রেলগেট সংলগ্ন এলাকার একটি বেসরকারি প্রাথমিক স্কুলে। স্কুলের শিক্ষক, শিক্ষিকারা জানিয়েছেন, সকালে স্কুলে এসে দরজা খুলেই তারা দেখেন ক্লাস রুমের সিলিং ফ্যান গুলোকে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে ভাংচুর চালানো হয়েছে। স্কুলের বহু সম্পত্তি নষ্ট করেছে দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই বেসরকারি স্কুলে দুষ্কৃতী তাণ্ডব কে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকালেই।
এমন ঘটনাকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষ জামালপুর থানায় বৃহস্পতিবার দুপুরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। তবে রাতের অন্ধকারে কে বা কারা স্কুলে ঢুকে ভাংচুর, তাণ্ডব চালিয়েছে সে ব্যাপারে এখনি কেউ কিছু বলতে পারেনি। জামালপুর থানায় করা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে লিখিত অভিযোগে তারা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও যথেষ্ট ক্ষুব্ধ রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অনেকের সন্দেহ, স্কুল ছুটির পর পড়ুয়াদের স্কুলেই কোচিং করানোটা অনেক প্রাইভেট টিউটর দের পছন্দ নয় হয়তো। এখানে রুটি রুজির বিষয় থাকতে পারে। তবে পুলিশ তদন্ত করলেই কারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত তার হদিস পাওয়া যেতে পারে।