ক্রাইম

বন্ধ বাড়িতে পাঁচ মাস আগের চুরির কিনারা করল ভাতার পুলিশ, উদ্ধার ৭৮গ্রাম সোনার গহনা, গ্রেপ্তার ৪

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: বাড়িতে কেউ না থাকার সুযোগ কে কাজে লাগিয়ে দরজার তালা ভেঙে ঘরের আলমারি থেকে ৯ভরি সোনার গহনা চুরি করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ভাতার থানার ভূমসোর এলাকায় চুরির ঘটনাটি ঘটেছিল গত পাঁচ মাস আগে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সেই চুরির ঘটনার কিনারা করার পাশাপশি চুরি যাওয়া গহনার মধ্যে ৭৮গ্রাম সোনার গহনা ও দুটি হিরের গহনা উদ্ধার করল পুলিশ। একই সঙ্গে চুরির ঘটনায় অভিযুক্ত চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি ভাতার থানা এলাকায়। বাকি দুজনের পরিচয় তদন্তের স্বার্থে এখনি জানাতে চায়নি পুলিশ।

শনিবার জেলা পলিসি সুপারের অফিসে একটি সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় বলেন, ‘ গত অক্টোবর মাসে ভাতার থানার অধীনে ভূমশোর এলাকার বাসিন্দা ইসমাতারা বেগমের বাড়ীর তালা ভেঙে একটি চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার বিষয়ে ভাতার থানায় একটি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগকারী জানিয়েছিলেন তার স্বামী কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। তিনি কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে বাড়ির দরজার তালা ভেঙে আলমারি থেকে ৯ভরি সোনার গহনা চুরি হয়েছিল। সেই চুরির ঘটনার তদন্তে নেমে চলতি মাসের ৪এপ্রিল এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনায় যুক্ত আরো এক অভিযুক্তকে ৫এপ্রিল গ্রেপ্তার করা হয়।

তাদের জেরা করে চুরি করা সোনার গহনা কোথায় ও কাকে দেওয়া হয়েছে তা জানতে পারে পুলিশ। এরপর বর্ধমানের দুই অলংকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে ৭৮গ্রাম সোনার গহনা ও দুটো ডায়মন্ড জুয়েলারি। এখনও কিছু সামগ্রী উদ্ধার করা বাকি আছে। শনিবার অভিযুক্ত দুই ব্যবসায়ীকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই দুজনকে হেফাজতে নিয়ে বাকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করবে পুলিশ।

Recent Posts