---Advertisement---

রায়নার বনতীর গ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলায় অভূতপূর্ব ফল করেছে তৃণমূল কংগ্রেস। ফলে গণনার পর থেকেই দিকে দিকে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলে শামিল হচ্ছেন দলের কর্মী সমর্থকরা। বুধবার রায়নার বনতীর গ্রামের ২৬নং বুথের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী কাজল শেখ কে নিয়ে বিজয় মিছিল ঘুরল গোটা গ্রাম। প্রায় এক হাজার মানুষ এদিন এই বিজয় মিছিলে তাদের গ্রামের ছেলে, কাছের মানুষ কে সামনে রেখে পা মেলালেন মিছিলে।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকেই বনতীর বাস স্ট্যান্ড লাগোয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভির করতে শুরু করেন দলের কর্মী সমর্থকরা। বেলা বাড়তেই তাসা পার্টির গানে নাচতে নাচতে সবুজ আবির একে ওপর কে মাখিয়ে বিজয় উৎসব শুরু হয়। এরপর প্রার্থী কে গলায় মালা পরিয়ে সবুজ আবির মাখিয়ে শুরু হয় বিজয় মিছিল। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে যায় মিছিল। মিছিল যতো এগিয়েছে গ্রামের বিভিন্ন পাড়া থেকে মানুষ যোগ দিয়েছেন এই মিছিলে। 

নব নির্বাচিত প্রার্থী কাজল শেখ বলেন,’ শান্তিপূর্নভাবে এখানে ভোট হয়েছে। এই জয় গ্রামের মানুষের জয়। ভোটের আগে প্রচারে বেরিয়ে মানুষের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেছি। আমি নিজেও প্রতিশ্রুতি দিয়েছি ভোটে জেতার পর গ্রামের পানিও জলের সুব্যবস্থা করবো। রাস্তা, আলো সহ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। মানুষ আমার উপর সর্বোপরি মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আগামী ২১জুলাই কলকাতায় শহীদ স্মরণে আমার এলাকা থেকে বহু মানুষ অংশগ্রহণ করবেন। এদিন তারও প্রচার সেরেছি।

See also  নেতাজি কে কি মোদি সরকার ভিখারি না চাকরবাকর ভাবে - কেন্দ্র সরকারকে তুলোধনা মদন মিত্রের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---