ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: সরকারি প্রকল্পের কাজের ঠিকাদারের কাছ থেকে পঞ্চায়েত প্রধানের ’কাটমানি’ নেওয়ার ভিডিও ভাইরাল সোস্যাল মিডিয়ায়। আর এরপরই বিরোধীদের পক্ষ থেকে শাসকদল তৃণমূল কে তীব্র কটাক্ষ করা হয়েছে। উন্নয়নের নামে শাসকদল যে আসলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের পকেট ভরাচ্ছে এই ঘটনা তারই প্রমাণ বলেও সোচ্চার হয়েছে বিরোধী দলের নেতারা।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ( ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা ) সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিক সাবমার্সিবেল বসাতে ঠিকাদারের কাছ থেকে খোদ পঞ্চায়েত প্রধান তার অফিসে বসেই ১০শতাংশ কাটমানি দাবি করছেন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার গলসি ১ ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের।
ভিডিওতে আরো দেখা যাচ্ছে, ঠিকাদার টেন্ডার মূল্যের ২শতাংশ হিসেবে ৫ হাজার টাকা পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা কে দিতে রাজি হলেও প্রধান কার্যত তা নিতে নারাজ। টেবিলের ওপর টাকার গোছা নামানো রয়েছে। এমনকি ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পঞ্চায়েত প্রধান ঠিকাদার কে রীতিমত বলছেন, আগের কাজের টাকা নাকি এখনো পাননি।
অন্যদিকে ঠিকাদার জানাচ্ছেন, রীতিমত প্রতিযোগিতা করে ২০শতাংশ লেস মানি দিয়ে এই কাজের বরাত পেয়েছেন তিনি। লাভের লাভ তেমন কিছুই হয়নি। কিন্তু পঞ্চায়েত প্রধান এইসব যুক্তি মানতে নারাজ। স্বাভাবিকভাবেই সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারদের কাছ থেকে খোদ পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই মুখ খুলতে শুরু করেছেন বিরোধীরা। খোদ পঞ্চায়েত অফিসের টেবিলে বসে প্রধান কিভাবে সরকারি প্রকল্পের কাজের টাকা থেকে কাটমানি চাইতে পারে, সেই নিয়ে ইতিমধ্যে খোদ শাসক শিবিরেই আলোড়ন ছড়িয়েছে।