ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: জুয়ার আসর বসিয়ে সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে আয়োজন করা হচ্ছে গ্রামীণ মেলার। এমনকি সেই মেলায় অশ্লীল নাচগানের আসর বসবে বলেও অভিযোগ। আগামী ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। অভিযোগ এই বছরই নয়, বিগত চার বছর ধরে এইভাবেই নাকি মেলার আয়োজন করে আসছে স্থানীয় একটি ক্লাব। এলাকার সুস্থ, সামাজিক পরিবেশ বজায় রাখতে শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর এই মেলার আয়োজন অবিলম্বে বন্ধ করার বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের অফিসে এলাকার সাধারণ নাগরিকবৃন্দ একটি লিখিত অভিযোগ জমা করেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বর্ধমান শহরের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায় এই গ্রামীণ মেলার আয়োজন করা হবে। মেলার আয়োজন করছে, সরাইটিকর উত্তরপাড়া সেবা সংঘ ক্লাব কমিটি। এমনকি স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য এই মেলার আয়োজনের সঙ্গে যুক্ত। অভিযোগকারী বাসিন্দাদের অভিযোগ, এলাকাটির অধিকাংশ শ্রমজীবি, খেটেখাওয়া মানুষ। তাদের অনেকেরই পরিবার কোনরকমে কষ্ট করে দিনযাপন করে। এই অবৈধ জুয়ার আসর বসিয়ে সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে মেলার আয়োজন করার অর্থ এইসমস্ত পরিবারগুলোকে অশান্তির মধ্যে ঠেলে দেওয়া। অন্যদিকে এই মেলার অনুষ্ঠানসূচি তে অপসংস্কৃতির তালিকা বেশি। ফলে এলাকার যুব সমাজের মধ্যে এইসবের ব্যাপক প্রভাব পড়ছে।
অভিযোগ, অধিকাংশ অশিক্ষিত, খেটেখাওয়া মানুষ কিছু টাকা পেয়ে যাওয়ার লোভে জুয়োর খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যেতে পারে। বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে দেখে ও বুঝে এই মেলা বন্ধের অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, জুয়ার লোভে সব হারিয়ে এই পরিবার গুলোতে নেমে আসবে অশান্তির বাতাবরন। অনেক সময় এই অশান্তি হয়তো ওই সকল অশিক্ষিত মানুষগুলির পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। অভিযোগকারীরা জানিয়েছেন, গরীব, খেটে খাওয়া মানুষদের ও তাদের পরিবারগুলোকে বাঁচাতে অবিলম্বে এই মেলা বন্ধ করে দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ ও প্রশাসন।