সময়ে রেশন না পেয়ে ডিলার কে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: মাসের নির্দিষ্ট সময়ে রেশন সামগ্রী পাচ্ছেন না গ্রামবাসীরা। উল্টোদিকে সাধারণের জন্য বরাদ্দ রেশন সামগ্রী ডিলার চড়া দামে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। এই দুই অভিযোগে বৃহস্পতিবার গ্রামবাসীরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের ট্যাঙাবেড়িয়া এলাকায়। অভিযুক্ত  রেশন ডিলারের নাম শামিম খন্দকার।

বিজ্ঞাপন

গ্রামবাসীরা জানিয়েছেন, এই ডিলারের অধীনে ট্যাঙাবেড়িয়া ও বাদপুর গ্রামের প্রায় দেড় হাজার গ্রাহক রয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রেশন ডিলার অনিয়ম চালাচ্ছেন। কোনও মাসেই সঠিক সময়ে সামগ্রী দেওয়া হচ্ছে না। পাশের অন্য ডিলাররা প্রতি মাসে ১ থেকে ১০ তারিখের মধ্য রেশন সামগ্রী দিয়ে দেন। কিন্তু শামিম খন্দকার কোনও মাসেই সময়ে তা দেন না। এমনকী রেশন আনতে গেলে বলেন, আটা নেই, গম নেই, নানান বাহানা করতে থাকে। অথচ সব খাদ্য সামগ্রীই আসে।

গ্রামবাসীদের অভিযোগ, রেশনের সামগ্রী পাচার করে দেয় এই ডিলার। এদিন ডিলারকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিলার কোনও সদুত্তর দিতে পারেননি। পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে সামনের মাস থেকে সঠিক সময়ে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন