---Advertisement---

কর্ড লাইনে মুসুন্ড রেলগেট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসী

Souris Dey

Published

কুণাল চট্টোপাধ্যায়,জামালপুর: বর্ধমান হাওড়া কর্ড লাইন শাখার মশাগ্রাম ও নবগ্রাম স্টেশনের মাঝখানে মুসুন্ড রেলগেট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মুসুন্ড এলাকায় নবগ্রাম ও মুসুন্ডর সংযোগকারী বর্ধমান হাওড়া কর্ড লাইন শাখার ৫৮ সি গেট যা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলো এলাকার বাসিন্দারা।

বিজ্ঞাপন

 

আঝাপুর পঞ্চায়েতের অন্তর্গত মুসুন্ড গ্রামে ৩০০-র অধিক পরিবার বসবাস করেন। ওই গ্রামের ছাত্র-ছাত্রীদের রেল গেট পেরিয়ে পড়াশোনা করতে যেতে হয়, চাষীদের চাষ করতে এবং ফসল তুলতে যেতে হয়, এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত অফিসিয়াল কাজ করতে হয় ওই গেট পেরিয়ে। এবার সেই রেলগেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। আর তাতেই চরম বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন। এলাকার সাধারণ মানুষ চাষী ও স্কুল পড়ুয়ারা এক হয়ে আজ বিক্ষোভ দেখালেন ওই গেট এলাকায়।

এই রেলগেট বন্ধ হলে এলাকার মানুষজনকে স্কুল কলেজ, ব্যাংক অথবা হাসপাতাল যেতে হবে সাড়ে তিন থেকে চার কিলোমিটার ঘুরপথে। আর সমস্যা হচ্ছে সেই পথে জনবসতি না থাকায় স্কুল ছাত্রছাত্রীরা একা আসতেও ভয় পাচ্ছে। আজ দুপুরে রেলের আধিকারিকরা ওই গেটটি বন্ধ করার জন্য মুসুন্ড রেলগেটে আসলে গ্রামবাসীরা মিলিত হয়ে সেই কাজ রুখে দেন। পরে রেলের যে অফিসার আছেন তিনি জানান, ‘আমি ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আপাতত রেলগেট বন্ধ করে দেওয়ার কাজ স্থগিত রইল।’

গেটটিতে গেটম্যান না থাকায় সব সময় ওই রেলগেটটি নামানো থাকে, ফলে জীবনের ঝুঁকি নিয়ে গেটের তলা দিয়ে হেঁটে অথবা গোলে সাইকেল অথবা মোটরসাইকেল পার করিয়ে একদিক থেকে আরেক দিকে যাতায়াত করতে হয় মানুষকে। গোটা ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

See also  এবার বাজারমাত করতে চলে এলো 'খেলা হবে' ব্র্যান্ডের মিনিকেট চাল, মার্কেটিংয়ের মুন্সিয়ানা বলেই বর্ধমানের চাল ব্যবসায়ীদের মত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---