গ্রামবাসীদের ক্ষোভের মুখে ভাতারের বিধায়ক, জল কাদা মাখা রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য হলেন বিধায়ক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: বাম আমলে যদিওবা রাস্তায় কিছুটা মোরাম পড়েছিল, কিন্তু তৃণমূল জামানায় সেই রাস্তারই হাল দিনে দিনে বেহাল হয়েছে। বিগত ২০বছর ধরে গ্রামেররাস্তা নিয়ে ভাবেনি বাম, ডান কোন দলই। ফলে বর্ষায় রাস্তা এখন মেঠো জমিতে পরিণত হয়েছে। সোজা করে গ্রামের মানুষ হাঁটতেই পারছেন না রাস্তা দিয়ে। গোটা রাস্তায় জল কাদায় ভর্তি।

বিজ্ঞাপন

শনিবার ভাতার ব্লকের ১নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী আব্দুল রউফ এর প্রচারে নিত্যানন্দপুর পঞ্চায়েতের কালুত্বক গ্রামে গিয়ে এই রাস্তা নিয়ে কার্যত চরম বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। গ্রামবাসীরা রীতিমত বিধায়ককে জল কাদায় ভরা রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য করলেন। হাঁটুর ওপরে পায়জামা উঠিয়ে সেই জল কাদা মাখা রাস্তা দিয়েই বিধায়ককে গ্রামবাসীদের সঙ্গে হাঁটতে দেখা গেল এদিন।

যদিও বিধায়ক মানগোবিন্দ অধিকারী গ্রামবাসীদের ক্ষোভের প্রসঙ্গে বলেন,”তৃণমূল বলেই এটা সম্ভব, গ্রামের রাস্তা নিয়ে মানুষের ক্ষোভ ছিল। আজ প্রচারে ওই গ্রামে যাওয়ায় মানুষ ওই রাস্তা দিয়ে আমায় হেঁটে যেতে বলেন। আমরা মানুষ কে সঙ্গে নিয়েই, মানুষের জন্য রাজনীতি করি। সুবিধা, অসুবিধা শুনি, দেখি, সমাধানও করি। গ্রামের মানুষের আবদার মেনেই জল কাদা রাস্তায় হেঁটেছি। ভোট মিটলেই এই রাস্তা পঞ্চায়েত থেকে তৈরি করে দেওয়ার কথা দিয়েছি। তাতেও যদি না হয়, আমি আমার বিধায়ক তহবিল থেকে এই রাস্তা তৈরি করে দেবো।”

আরো পড়ুন