---Advertisement---

ভোটের লাইনে দাঁড়িয়েই মলত্যাগ ভোটারের! বন্ধ হয়ে গেলো ভোটগ্রহণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: সকাল থেকে সুন্দরভাবে শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব। কিন্তু এরই মাঝে অদ্ভুত এক ঘটনায় তাল কাটলো।  ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েই মলত্যাগ করে ফেলায় বন্ধ হয়ে গেলো ভোট। যদিও সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে ফের ভোটগ্রহণ শুরু করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আপাতদৃষ্টিতে ঘটনাটি হাস্যকর ও নজিরবিহীন মনে হলেও জানা গেছে, উক্ত ভোটারের শরীর খারাপ (পেটের সমস্যা) থাকলেও তিনি সকাল সকাল ভোট দিয়ে দিতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু লাইনে দাঁড়ানোর সময় শরীরে অস্বস্তি শুরু হয়, প্রকৃতির চাপ অনুভব করেন তিনি। সহ্য করতে না পেরে ভোটের লাইনে দাঁড়িয়েই মলত্যাগ করে ফেলেন। ঘটে যায় বিপত্তি। স্বাভাবিকভাবেই, এরপর অন্যান্য ভোট দাতারা দ্রুত লাইন থেকে সরে চলে যান। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটদান।

ঘটনাটি ঘটেছে সকাল ৯টা নাগাদ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গলসির শ্যামসুন্দরপুর এফ পি স্কুলের ৭৪ নম্বর বুথে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, হটাতই ভোটের লাইনে দাঁড়ানো এক ব্যক্তি মলত্যাগ করে ফেলেন। তার শারীরিক সমস্যা ছিল। ফলে জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে যাওয়ায় সাময়িক ভোট গ্রহণ বন্ধ করে দিতে হয়। যদিও দ্রুত সাফাই কর্মীদের নিয়ে এসে ফের পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ভোট গ্রহণ শুরু হয়।

ছবি – ফাইল

See also  টাকার বিনিময়ে জবকার্ড দেওয়ার অভিযোগ, প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গলসিতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---